Skip to content

সরিষা ফুলের কাব্য -বিচিত্র কুমার

ঘোমটা পড়া হলুদ পরী,
হিম সকালে ডাগর চোখে ফিরে চায়;
শৈশবকাল হেসে খেলে ওই
মিষ্টি রৌদ্রে কেটে যায়।

ধিরে ধিরে পাপড়ি গুলো উড়তে থাকে:
প্রজাপতির মতো হাওয়ায়।
স্বপ্নগুলো আস্তে আস্তে বাসা বাঁধে বুকে ভিতর
একটু চাওয়া পাওয়াই।

বুকের মধ্যে পোষা ফুল ডানা মেলতে চায়,
নীল আকাশে মেঘের দেশে হলুদ পরী যায়;
মনে মনে স্বপ্নে ভেসে হারায়।

ও পরী তুই চাসটা কী,যা আমার ক্ষেতে নাই?
মুচকি হাসে বলে সরিষা ফুল:
আগে বলেননি কেন আমায়?
ছেলেরা তো এমনি হয় জানো না তুমি?
ছোট্টবেলা থেকে তোমায় কতো ভালোবাসি।

নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
মোবাইলঃ 01739872753
https://www.facebook.com/profile.php?id=100014642137028&mibextid=ZbWKwL

মন্তব্য করুন