Skip to content

সরণী।

প্রতিটি বন্ধন একেকটি শুরা- মোড়ক শুধু আলাদা
কে বিচ্ছিন্ন হয়- কে আসে এই সরণীতে বন্ধু-ভালোবাসা
নেশা পোশাক নয়- মনের হৃদ্যতা আরেকটি মনে স্থাপন
এমন নেশাতেই ডুবে আছে সব- এই নেশাতেই সবার পদার্পন
এই সরণী হেঁটে যাই- সে কি নৃত্যলয়ে
থেমে যাই কখনো বাঁধার অচেনা প্রলয়ে
এসেছি প্রেমের পেয়ালা হাতে- হাত থেকে সরে গেলে কাঁদি
এটা এমন সরণী যে নিজেরাই নিজেদের বাদি ও বিবাদী
ভালো আছি দেখো দুঃখ করো না- প্রিয় নেশাটিও যে ছেড়ে যায়
আলাদা আলাদা নেশায় কেউ সুখ পায়- কাউকে জীবনভর কাঁদায়
একটি বাগানেই থাকতে পারে বহু রঙের ফুল
কেউ সুখি হয় দেখে- কেউ ছিড়ে- করে ভুল।

মন্তব্য করুন