Skip to content

সময় ও আমি- মাহমুদুল মান্নান তারিফ

বয়স যখন দশের ভেতর ছিলো,
সকল শিশুর সঙ্গে ছিলো মিলও।
তাদের সঙ্গে শিশুকালের স্মৃতি,
মনেপড়ে আজো তাদের প্রীতি।

বারো থেকে তেরোয় বয়স কাটে,
এমন সময় খুব মনোযোগ পাঠে।
খেলার সাথি পড়ার সাথি যারা,
তাদের বুঝি অন্যরা আর কারা?

শৈশব পেরি তারুণ্যে এই ছেলে,
ভালোবাসার ডানা তখন মেলে।
জীবনঝড়ে একপাও না পিছি!
কিন্তু স্বভাব একটু মিছেমিছি।

বিশের ঘরে খুব অভাবে পড়ি,
সব সাথিরে বলছি তখন সরি।
সময় তখন জীবন গড়ার পালা,
এই বয়সে খুব অভাবের জ্বালা!

আমার জনম অভাবী সংসারে,
কিন্তু এখন অভাব বুঝি না রে।
সময় পারে ভাঙতে মনের বাঁধ,
যৌবন পারে মনকে দিতে সাধ।

লেখক
প্রভাষক; মাথিউরা সিনিয়র ফাযিল মাদরাসা
বিয়ানীবাজার, সিলেট। মোবাইল; 01715357517
রচনাঃ ০২ মে ২০২০

মন্তব্য করুন