Skip to content

সম্প্রীতি — নজরুল ইসলাম খান

শারদীয় দুর্গা দেবীর শুভাগমনে ।
সুখের দোলনা দোলে ভক্তদের মনে ।
সাজায়ে হৃদয় মন্দির নতুন সাজে ।
নিজেকে ব্যস্ত রাখে আরাধনার কাজে ।
উৎফুল্ল হয় বৃদ্ধ -শিশু -নরনারী ।
দূুঃখ- পরিতাপ আর ভেদাভেদ ছাড়ি ।
চারদিকে বয়ে যায় আনন্দ হিল্লোল ।
ধরনীতে জাগে মহা খুশির কল্লোল ।
এ খুশি অক্ষত থাকে যেন চিরদিন ।
কখনো না বাজে হৃদয়ে ব্যথার বীন ।
মাটির দুর্গা যদিও যায় বিসর্জনে ।
মনের দুর্গা গড়ুক দুর্গ সব মনে ।
অসুরে মনে যেন ঠাই না পায় কভু ।
মানুষে মানুষে সম্প্রীতি রাখুক প্রভু।
বিজয়াদশমীতে করুনা হোক তার ।
জয় হোক এ পৃথিবীতে মানবতার ।

০৫/১০/২০২২
টুটপাড়া, খুলনা

মন্তব্য করুন