Skip to content

সভ্যতার কান্না শুনি -‘ নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

এ প্রজন্ম সভ্যতা ভুলে পড়ে আছে নদীকূলে,
প্রযুক্তির অগ্রাসনে হেলে দোলে ভাঙা তীরে
সভ্যতার তরুতলে অসভ্যতার ডানা মেলে
যৌবনের দূরন্ত পাতাগুলো কাঁপিছে সমীরে।
পর্ণ্‘গ্রাফি বয়ে চলে তরঙ্গ নদীর বাঁকে বাঁকে,
রাত্রি নিথীতে চুপি চুপি লুকোচুরি ফাঁকে ফাঁকে।
ইন্টারনেট, স্মার্ট্ ফোন হাতে লয়ে ঘরে যায়
কি করে ছেলে মেয়ে লুকায়ে কোথায় !
সভ্যতার কান্না শুনি আঁখি দুটি ঢল ঢল
প্রযুক্তি করেছে গ্রাস, বুঁনিছে নগ্ন জাল।
শহর গঞ্জ মেঠো পথ দিয়া
ছেলে মেয়ে হেলে দোলে নির্লজ্জ চলিয়া –
প্রযুক্তির যুগে অসভ্যতা উঠেছে জাগিয়া
সভ্যতার কন্না শুনি আজিকায় আসিয়া।
চারিদিকে ধ্বংসের ফাঁদ ইন্টারনেট মোবাইলে—
এ প্রজন্ম হারিয়েছে পথ অসভ্য কোলাহলে।
———————————————

মন্তব্য করুন