Skip to content

সব কিছুই ভাগ্যের লিখন –কবি-মোয়াজ্জেম বিন আউয়াল।

সাফল্য ব্যর্থতা লেখা আছে আগে
কতটুকু খাবে,কতটুকু পাবে,
এক বিন্দু এদিক সেদিক হবে না
কারো মরার আগে।
কারো টাকার হবে পাহাড়
কারো বিশাল বাড়ি,
সব কিছুই ভাগ্যের লিখন
ফকির হবে জমিদারী।
অযথাই হায় হায়
আমরা করি বেহুদা,
আজকে যিনি খাইতে পায় না
কালকে শাহজাদা।
কেউবা আবার কোটিপতি
এখন রাস্তার ফকির,
হাজার লোকের কোলাহল বাড়ি
এখন নাই যে ভিড়।
কেউবা আবার ভাবছে বসে
সব কিছুই আমার,
দুদিন পরে দেখবে সে
চারিদিকে শূন্য হাহাকার।
আজব মানুষ আজব ব্যাপার
ভাবি না তা কেউ,
একটু কিছু না পেলেই
কুকুরের ন্যায় ঘেউ।
বিচিত্র এই পৃথিবীতে
বিচিত্র সব কাজ,
খারাপ কাজের জন্য আমরা
পাই না ভীষণ লাজ।
সব কিছুই ভাগ্যের লিখন
অযথাই করি হানাহানি,
নিজের কাজ ফেলে দিয়ে
করি অন্যের বদনামি।
আল্লাহর লিখা ভাগ্য নিয়ে
চলবে না বাহাদুরি,
যার কপালে যা আছে
সব লেখা তাহারই।

মন্তব্য করুন