Skip to content

সবুজ মাঠে মাঠে মোহাঃ আসাদুজ্জামান আসাদ

এদেশ আমার সবুজ ভরা
সবুজ মাঠে মাঠে
নদী মাতৃক স্বদেশ আমার
নৌকা বাধা ঘাটে।

স্বন ধানের সোনালী হাসি
রাখাল বাজায় বাঁশি
নদীর জলে চাঁদের হাসি
বড্ড ভালোবাসি।

দিঘীর জলে শাপলা শালুক
নিত্য নতুন কলি
ফুলের ঘ্রাণে মুগ্ধ সবে
উড়ে আসে অলি।

বনে বনে পাখি ডাকে
মিষ্টি মধুর গানে
সেই গানেতে মন ভরে যায়
মূগ্ধ থাকি প্রাণে।

সোনার ফসল ফলায় চাষী
চাষীর মুখে হাসি
মাতৃ ভূমি দেশের মাটি
বড়ই ভালোবাসি।#

মন্তব্য করুন