Skip to content

সবুজাভাব – জিৎ হোড়

বাড়ছে বয়স, বাড়ছে দূষণ, বাড়ছে ধোঁয়া কালো
সবুজ রঙে মড়ক লেগেছে, শ্বাস রুদ্ধ হয়ে এলো।

শহরতলী গড়তে গিয়ে, তলিয়ে গেল সব সবুজ রঙ
মানুষ সে তো স্বার্থপর, জ্ঞানের আলোর এমনি ঢং।

উন্নতির চূড়ায় পৌঁছে আজ, স্বস্তি বোধে বিশ্বলোক
পৃথিবীও একটু সুস্থ থাকুক, মানসিকতা সবার হোক।

উষ্ণতা বাড়তে বাড়তে, আজ পৃথিবীর ভীষণ জ্বর
সবুজ সে প্যারাসিটামল খুঁজে পাওয়া খুব দুষ্কর।

যেটুকু আছে ওষুধ বেঁচে সেগুলোও আজ অনিশ্চিত,
ধ্বংস লীলায় মেতেছে মানুষ, কে উনিশ আর কে বিশ।

এমন করুণ দশার থেকে বাঁচায় চলো পৃথিবীকে,
সবাই মিলে বেরিয়ে এসো সবুজায়ন উন্নতিতে।

মন্তব্য করুন