Skip to content

সবটা বলা যায় না

সবটা বলা যায় না
এই যে বুকের ভিতর সর্বনাশা উথাল পাথাল
সে কথা খুব চতুরতায় গোপন করি।
সামনে এসে দাঁড়াও যখন
চোখে আমার শান্ত একটা নদী ধরি।
তোমার পাশে হাঁটতে হাঁটতে কতবার যে মনেমনে
খুব গোপনে হাত ধরেছি
অথচ জরুরী সব শব্দমালা
গভীর আরো গভীর জলে ডুব দিয়েছে
নিরাপদ এক দূরত্বটা বজায় রেখে
স্বপ্নগুলো খুন করেছি।
আমায় কেন এগিয়ে এসে বলতে হবে
জোৎস্না রাতে এসো আমার হাতটা ধরো
বর্ষা এলে হঠাৎ করেই ইচ্ছে হলে
আমার বুকে মাথা রেখে ভিজতে পারো,
আমারও তো ইচ্ছে করে মন খারাপের দুপুর বেলায়
তোমায় ভীষণ কাছে পেতে
তুমিও কি চাওনি বলো আমার ঠোঁটে ঠোঁট রেখে আজ
ভালোবাসায় পুড়ে যেতে?

মন্তব্য করুন