Skip to content

সবই তো তুমি – অর্ঘ্যদীপ চক্রবর্তী

হে গোবিন্দ আমি দেখি তোমায়
কখনও সূর্যের উপর দাঁড়িয়ে থাকতে,
কখনও চাঁদে বসে বাঁশি বাজাতে,
কখনও শুকতারাকে হাতের মুঠোয় ধরে রাখতে,
কখনও মেঘের সাথে খেলা করতে,
কখনও আকাশের গায়ে রাধার নাম লিখতে,
কখনও মেঘের ফাঁক থেকে দুটি পা দোলাতে,
কখনও ছোট্ট শিশু হয়ে আকাশে হামাগুড়ি দিতে,
কখনও আকাশে নিজের মাথার উপর পৃথিবীকে রাখতে।
পৃথিবী তারা সূর্য চন্দ্র…ব্রহ্মান্ড
সবই তো তুমি হে গোবিন্দ।

মন্তব্য করুন