Skip to content

সন্ধ্যে নামার আগেই — পূজারী কুণ্ডুয়াশিস

কেউ পাশে নেই; স-রেছে সকলে!
তাই বলে কি সব যাবেই বি ফলে?
আছে জাগি তিনি জানি।

জেনো। তিনি ঠিক হাত আছে ধরে;
ধরি বা না ধরি তারে অন্তরে;
নয় তিনি অভিমানী।

স্বজন কুজন কোথা যেন যাই চলে–
এ ধরার খেলা ; খেলা শেষে, সব শেষ হলে;
প্রাপ্তি পূর্ণ ডালি।

যদি সন্ধ্যে নামার আগেই ধরে নাও হাত।
সাথে আছে যিনি সারাটি জীবন;
কখনও হয়নি খালি।

যাবে চলে সব; যত বৈভব।
শেষ যাত্রায়; দুটো দিন শুধু, শুধু হায় হায়!
চোখের জলে জানাবে বিদায়।

কি-বা পাবে শেষে;না জানি কি আছে!
ধরে রেখো তারে নিজ অন্তরে;
যায় রে সকলি ভুলি! মরা বাঁচা শুধু তার হাতে হায়!

সন্ধ্যে নামার আগেই ধরে নিও হাত;
পরে বাকি কাজ, সুখে থেকো সদা মনে।
বিপদে কোনো ভয় নেই, আছে তিনি শুধু জেনে।

মন্তব্য করুন