Skip to content

সতীত্ব – কাজী আনোয়ার হোসেন বাঘাবারো( Kazi baghabaro)

পর নারী জন্য ; যাঁরা করে ব্যায়,
তারা স্বার্থ পেতে; থাকে যে ধান্দায়।
তা যদি সতীত্ব ; হানি কাজ হয়
নরনারী উভয় ; পাপে ডুবে রয়।
টাকা লোভে নারী ; পতি করে পর,
সতীত্ব হারিয়ে ; নারী ভাঙ্গাঘর।
নুন ছাড়া ভর্তা ; চুন ছাড়া পান,
অসতী নরনারী ; সুধী চিটাধান।
সতী নরনারী যে; থাকে দুরে দরে
সম্মান রাখিতে ; নাহি মিশে সরে।
না বুঝে পরেকে ; করবে যে আপন
স্বার্থ লুটে পর ; গেলে যে কাঁদন।
তাই নরনারীরা; সতর্ক যে হও,
পতি , বউ নিয়ে ; সুখী সবে রও।

1 thought on “সতীত্ব – কাজী আনোয়ার হোসেন বাঘাবারো( Kazi baghabaro)”

  1. Kazi Baghabaro

    সারা বিশ্বে কখনো পুরুষ আবার কখনো নারী কোন না কোন কারণে সতীত্ব হারাচ্ছে। এসব নারীপুরুষের সতীত্ব অমুল্য সম্পদ। তা একবার হারালে আর ফিরে পাওয়া যায় না। তাই সকল নারী পুরুষদের সতর্ক থাকার জন্য আমি সতীত্ব শিরোনামে কবিতা টি লেখে ছি

মন্তব্য করুন