Skip to content

সঞ্জয় দাস

কপাল
সঞ্জয় দাস

তুমি আসবে বলে,
আমার যতো আয়োজন
খুব সকালে কুড়ানো শিউলি ফুল দিয়ে, সাজিয়ে রেখেছি আমার ছোট নীড়।
সাদা রংয়ের এই শিউলি ফুল গুলোর অপেক্ষা শুধুই তোমার জন্য….
ওরা সবুজ ঘাসের উপর ঝরে পরে অসহায়ের মতো, কারো কোন ভ্রুকুটি নেই…..
এদের ও তে স্বাদ জাগে বেঁচে থাকার, তোমার কোমল হাতের একটু ছোঁয়া ওরা বেঁচে যায়।।

তুমি আসবে বলে,
আজ আমার নীড় সেজেছে বিভিন্ন রংয়ের বাল্বে, এই বাল্ব গুলোর অপেক্ষা শুধুই তোমার জন্য….
ওরা অবিরাম জ্বলতে থাকবে, কোন এক সময় প্রকৃতির আলোয় তারা মিশে যাবে, এদের ও তো ইচ্ছা তোমার রুপকে আলোকিত করার;
তাতেই তাদের বেঁচে যাওয়া।।

তুমি আসবে বলে,
আজকে আমার ছোট নীড়ে কত আয়োজন,
চারিদিকে অতিথিদের মেলা, এই অতিথি মেলার অপেক্ষা শুধুই তোমার জন্য …..
হয়তো মেলা সমাপ্ত হয়ে যাবে, তাদের ও তো ইচ্ছা জাগে তোমাকে দেখার; তাতেই তাদের মেলার আশা বেঁচে থাকা।।

তুমি আসবে বলে,
আমি চাঁদকে বলে রেখেছি ঠিক সময়ে ওঠে যেন অমাবস্যার অন্ধকার দূর করে পূর্ণিমার আলোয় আলোকিত করে চারদিক ;
আমি যেন তোমার কপালে দিতে পারি লাল টুকটুকে চাঁদ টিক!!!

মন্তব্য করুন