Skip to content

সঙ্গদোষ-মোছাম্মৎ সীমা ইসলাম

সঙ্গদোষে -বিপথগামী
হারায় সঠিক পথ,
অসৎ লোকের সঙ্গে গিয়ে
বদলে যায় যে মত।

বন্ধু -বান্ধব করা আগে
ভাবতে অনেক হয়,
অসৎ লোকের পাল্লায় পড়লে
জীবন হবে ক্ষয়।

অসৎ ব্যক্তি সর্বদায় যে
কু উপদেশ দেয়,
পাপের পথে ঠেলে দিতে
সুযোগটা সে নেয়।

অসৎ সঙ্গে পাপের পথে
যারা চলে যায়,
সত্য পথে আলোর দিশা
খুঁজে নাহি পায়।

সময় থাকতে অসৎ সঙ্গ
ছেড়ে সবে দাও
সত্য পথে ভালো মানুষ
সঙ্গী করে নেও।

ভালো লোকের সঙ্গ ধরলে
পাবে ভালো পথ,
সহজ সরল জীবন গড়ে
হবে তখন সৎ।

মন্তব্য করুন