Skip to content

সংলাপ, কলমে- নমিতা সরকার

তোমার অচেনা জগতে আমার নাটকীয় অনুপ্রবেশ,
গড়ে উঠে আমার-তোমার সহস্রাব্দের কাব্যতীর্থের সমাবেশ।
পুরনো কবিতার খাতা বন্ধ হয়ে যায় সপাটে,
ফুলের অলি গুনগুনিয়ে কড়া নাড়ে কপাটে।
যেমন পার ভাঙা নদীর বয়ে চলার সাথে তাল মেলাতে ব্যস্ত বাতাস,
মেঘের গভীরে কান্নার ভারে নিচে নেমে আসে আকাশ।
মুক্ত বিহঙ্গের ন্যায় অজানা পথে হাঁটি দুজনেই আনমনে,
মানসপটের রঙ রূপ রস ভেসে উঠে চিন্তনে।
শিলালিপির মতো অজানা ভাষায় হৃদপটে খোদিত হয় সংলাপ,
ভীষণ নেশার চারণভূমিতে জমে উঠে জীবনের আলাপ।
‘মাঝি,পার করবে নাকি?’ কে জানি সুদূরে শুধায়,
চেয়ে দেখি সময়ের মানদন্ড ক্রমশ মিলিয়ে যায়।

( ৩১ জানুয়ারি, ২০২৩)

2 thoughts on “সংলাপ, কলমে- নমিতা সরকার”

মন্তব্য করুন