Skip to content

সংগ্রামী নারী-সাইফুর রহমান শাওন

আমি সংগ্রামী নারী সুর্যের ন্যায় আলো দিয়ে চলি,
সকল বেদনা দূরে রেখে হাসি মুখে কথা বলি।

আমি নিজ ভিটা-মাটি ছাড়িয়া অন্যের সংসার করি আলোকিত।
আমি সংগ্রামী নারী এতো সহজে হইনা ভীত।

আমি বটবৃক্ষর মতো উন্নত করিয়া শির,
আমি নারী আমি লড়াকু আমি মহা বীর।

সকাল থেকে সন্ধ্যা নিরলস করিয়া কর্ম,
আমি নারী আমি ভুলিনি নিজ নারী ধর্ম।

আমি সংগ্রামী আমি কখনো মাতৃরূপে মমতা ময়ী।
আমি নারী আমি সকল কর্মে হতে পারি জয়ী।

আমি নারী আমি যেমন সংসার সামলাতে পারি,
নিজ সম্মান রক্ষার্থে হতে পারি মহা সৈনিক অস্র ধারিনী।

আমি নারী আমি ভজিয়ে রাখতে পারি সকল বন্ধন,
আমার হাতেই গড়ে উঠে কতো নিয়ম কানুন শৃঙখল।

আমি নারী আমি দুর্গতিনাশিনী আমি শান্তির প্রতীক,
আমি নয়নে তর্জনী দিয়ে দেখিয়ে দিতে পারি কি ভূল কি সঠিক।

আমি নারী আমি অবহেলা সহ্য করে চলি শক্তি রাখিয়া মনে,
আমার ধারায় চেতনা জাগে অলিতে গলিতে জনে জনে।

আমি চাইলেই পারি এই মনে আসে যা,
আমি জানি লড়াই কিংবা পাঞ্জা।

আমি নারী আমায় দূর্বল ভাবা হবে ভুল,
আমি নারী আমি এই বিশ্বের সমতার ফুল।

মন্তব্য করুন