Skip to content

ষড়যন্ত্র রুখে দিব -কবি মোয়াজ্জেম বিন আউয়াল

অনেক রক্তের বিনিময়ে মোরা
পেয়েছি স্বাধীনতা,
নিজের রক্ত বিলিয়ে দিব
তবু্ও মানবো না পরাধীনতা।
গনতন্ত্রের মুখে কুলুপ এটে
যতই কর ভন্ডামি,
আবাল,বৃদ্ধ, বনিতা সকলে ভাবে
স্বাধীনতার নামে শুধু পাগলামি।
এদেশটা নয়তো একা কারো বাপের
এদেশটা কামার,কুমার, জেলে, তাঁতির
স্বার্থের মোহে কেউ আজিকে,
শত্রুদের করে খাতির।
ক্ষমতার লোভে অন্ধ হয়ে কেউ
হয়ে গেছে যেন বধির।
কেউ আবার মানুষ পুড়িয়ে
নিজেদের ভাবছে মহা বীর।
যে যার মতো নীল নকশা এঁকে
আমাদের নিয়ে খেলছে ছিনিমিনি,
দেশে এত বিদ্বান থাকতে
কেন শুধু তাদেরকেই মানি।
হে জোয়ান হও আগুয়ান
করিও না আর দেরি,
বজ্রকন্ঠে প্রতিবাদের আওয়াজ
হাতে তুলে নাও তরবারি।
এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি
জীবন দিয়ে হলেও রাখবো সম্মান,
কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র রুখে দিব
মেনে নিব না বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের অপমান।

মন্তব্য করুন