Skip to content

শ্রাবণ ধারা – পবিত্র প্রসাদ গুহ

শ্রাবণের ধারা, ঝরে ঝরো ঝরো
অম্বর বারি, নদী ভর ভর।
ঝাপটায় পাখি, বুক দুরু দুরু
কালিমায় মাখা, মেঘ গুরু গুরু।
গাছ গাছালি আজ, স্নিগ্ধ স্নাত রূপি
মেঘেদের কথা, কান চুপি চুপি।
আঁধার ঘনায়, মাঠ ঘাট সবই
আড়ালে লুকায় মুখ, লাজে মরি রবি।
তা থৈ তা থৈ থৈ, ফেন সাদা সাজি
শীতল হাওয়া বহে, কি মজা আজি।
উড়ায়ে উড়ায়ে বারি, ইলসে গুঁড়ি
গরম গরম খিচুড়ি, মাছ ভাজা পুরি।
যাসনে আজ তোরা, ঘরের বাহির
না মানে ছাতায় জল, ভেজে দেহ নীড়।

মন্তব্য করুন