Skip to content

শ্রাবণের গান – পবিত্র প্রসাদ গুহ

এক শ্রাবণের গান সে আমার
নদীর কূলে কূলে
নীলিমার ওই আকাশলীনা
নাচছে দুলে দুলে।

তেপান্তরের ওপার থেকে
উদাসী হাওয়ার স্রোতে
নরম গালে শ্রাবণ ধারা
দেয় চুমু দেয় রাতে।

সাজলো বুঝি অরুণরাগে
ভিজলো আকাশ নীলে
সোনালী পাটের খুশির খেলায়
সাথ দিয়েছে বিলে।

মধুর আবেশ প্রাণ মাঝারে
ভাবছি কতক কথা
মুষল ধারায় বৃষ্টি শ্রাবণ
মিটাক মনের ব্যাথা।

সুর যে তোমার আলোক প্রাতে
শ্রাবণ ধারায় ঝরুক
বৃষ্টি শেষে নরম বাতাস
জীবন তৃষায় মাখুক।

বৃষ্টি এলো মুক্ত কেশে
শিমুল ফুলের বনে
হিল্লোলে আজ শাল তরু তাল
আকুল বরণ মনে।

মন্তব্য করুন