Skip to content

শ্রবণ দিন তোমাকে দিলাম – নাশিদ ববি

মেঘলা আকাশ দূরের পাহাড় আর সেই মেঠো পথ
ধান ক্ষেতের পাশে থাকা সেই ছোট বাড়িগুলো
এক ফালি সূর্যের আলো পড়েছিল
হঠাৎ মনে হল তুমি ছিলে পাশে !

জানি আজো আছো সেই খানে
শ্রবণ দিনে ভীষণ করে মনে পড়ে
কবি ছিলে হয়ত অগোচরে
বহুকাল পড়ে দেখা সেই শ্রাবণের দিনে ।

আজো বৃষ্টি ঝরে পড়েছে অঝোরধারায়
যদি পারো বৃষ্টিস্রান করে নিও
তোমার ভীষণ ভালো লাগবে তেমন আমার এখানে
হঠাৎ মনে হল কিছু একটা ভুলে গেছ
ও হ্যাঁ মনে পড়েছে ছাতাটা ফেলে আসা হল বুঝি
জানো তো কবিরা ভুলে যায় ভীষণ উদাসীন
শ্রবণের বৃষ্টি পৌঁছে দিলাম তোমার হৃদয়ে
যদি সময় থাকে পড়ে নিও
যারা বৃষ্টি ভালোবাসে তাদের বলে Pluviophiles বা প্লুভিওফাইলস ।

মন্তব্য করুন