Skip to content

শোক – কবি মোহাম্মাদ মকিজুর রহমান

  • by

আগষ্ট মানে শোকের মালা
রক্ত দিয়ে গাঁথা,
তাইতো আমরা কাঁদি শুধু
ঝারাই আশ্রুধারা।

কত রক্ত ঝরলো সেদিন
সমীকরন চাই,
স্বপ্ন ভেঙে মরণ বাণে
দুঃখের সীমা নাই।

ভুবন জুড়ে আঁধার এলো
রক্ত জোয়ার বাণে,
তাই মোরা শোকের খাতায়
লিখি বারেবারে।

বাংলার আকাশ মুক্ত স্বাধীন
রক্তের গন্ধ ভাসে,
শত কালের মরা পখি
স্বপ্ন দেখি হাসে।

মুক্ত হল শত্রু সেনা
মুক্ত হল দেশ,
শত্রুর হাতে তোমার জীবন
গেল সেদিন চলে।

আজকে তোমার মৃত্যুর দিনে
আমারা শোকে কাতর,
ঘরে ঘরে শোকের কান্না
চলছে অঝর ধাঁরে।

মন্তব্য করুন