Skip to content

শোকে কাতর মুসলিম জাতি – মোঃ রুহুল আমিন

ফোরাত নদীর পানি দেখে
হোসেনের বুক ফাটে,
পানির জন্য হাহাকার আজ
কাতর ফোরাত মাঠে।

দেয়নি তবু পানির ফোঁটা
একটু তাদের মুখে,
খঞ্জর ঝংকার দানব রূপে
আঘাত হানে বুকে।

হোসেন রক্তে ফোরাত নদী
রক্তের বন্যা বয়ে,
বুকের বাছার পানির কাতর
যাচ্ছে হোসেন স’য়ে।

মহরম মাস শহীদের সেই
রক্তে রাঙা দেহ,
ক্যামনে ভুলবে এমন নির্মম
মুসলিম উম্মা কেহ।

আশুরায় যে হারায় মানিক
হোসেন মাতা কাঁদে,
জীবন দিলো নির্মম ভাবে
ইয়াজিদের ফাঁদে।

হোসেনের বুক বর্শা তীরে
দেহ জর্জর করে
মস্তক দেখে ইয়াজিদ তাই
ভীতু হয়ে পরে।

হোসেন ন্যায়ের প্রতীক হয়ে
মুসলিম হৃদে আছে,
মাথা নত ——-করবো না তো
অসত্যের’ই কাছে,

যুগের পরে যুগ যুগ ধরে
স্মরণ করে যাবে,
কারবালার ওই প্রান্তর থেকে
মুসলিম শক্তি পাবে।

মন্তব্য করুন