Skip to content

শোকশ্রুতে নাজেহাল জীবনের রং ( হোসাইন মাহমুদ সাগর)

চীর সঙ্গী হলো দুঃখ যাহার।
সুখের সাথে আলিঙ্গন,
হয় কি তাহার।

বুকের ভিতর থাকে যদি,
বিষের জ্বালা।
নির্বাপিত হবে তাহা,
পড়ালেই কি ফুলেরও মালা।

রজনী কাটে ছটফটিয়ে তাহার,
দিবস কাটে হতাশে।
ঘ্রাণে ভরা ফুল বাগানে,
দম ফুড়িয়ে আসে।

দুঃখ তাহার বুঝে না কেউ,
মেঘ ডাকে যেনো মনের আকাশে।
তবুও তাতে হয় না বৃষ্টি,
আবাস দিয়েও নিঃশ্বাসে।

কান্না হাসি রং তামাশা,
এই হলো জীবন।
গুচিয়ে যাবে সবই তখন,
আসবে যেদিন মরণ।

_সমাপ্ত_

মন্তব্য করুন