Skip to content

শৈল্পিক দুঃখ-ফরহাদুল ইসলাম মোহন

পালমোনারি ধমনী বেয়ে রক্ত নামের দুঃখ বয়ে
শিরায়-শিরায় জমাট বাঁধে তোমার নামে
জমাট ভাঙ্গে তোমার দেওয়া দুঃখ পেয়ে

রক্তগুলো সিক্ত হয়ে দুঃখ দ্বারা
অঝোর ধারায় বয়ে চলে শ্রাবণ ধারা
তুমি ছাড়া
সবুজ’রা যেন শ্রাবন মেখে অপেক্ষীত
সেই কবিতার!
সেই পাঠিকার!
জীবন পাঠে চেয়েছি যারে
দুঃখ দানে প্রশিক্ষিত
গাছগাছালি, বৃক্ষরাজী প্রতীক্ষিত
সেই জীবনের।
যেই জীবনে সুখ’রা নামে দুঃখ হয়ে
মোহত্যাগে ডাকছি যারে
তারকারাজি, চাঁদের মতো

এসো তুমি দুঃখ নিয়ে
আমায় তুমি নিখাদ করো বিষাদ দিয়ে

তবু এসো জলে ভাসা পদ্ম জীবন
আমায় ভেবে,দুঃখ দিবে চলে এসো এই সুখেতে

নিরুদ্দেশে আকুল চোখে যায় ভেসে গেছি
অচীনপুরে
সেই দূরে’তে
দূরবাসে যেথায় তুমার পদচারণে
ধন্য ভূমি আপাত পূণ্যে শূন্য হয়ে
চলে এসো এই জীবনে এক বরষার স্মৃতিচারনে।

মন্তব্য করুন