Skip to content

শেষ যাত্রা কল্লোল সরকার

দৌরাত্ম্যে নিজেকে হারিয়ে
আত্মশুদ্ধির আত্মগ্লানিতে
বস্তাভর্তি লাশের মোড়কে জলন্ত আগুনে।
অচেনা পথে পরম অর্জন
আঁধার নামলেই,
দেওয়ালে টাঙানো ঘড়িটির দিকে তাকায়!
পড়ে থাকে দেহ, মন
যন্ত্রণায় খুন হয় মন।
বৃথায় বেঁচে থাকা!
অমানুষিক এক যন্ত্রনা,
অন্তর্জলী হয়ে বিরহ ব্যাথায় আঁধারে ভেসে যাওয়া।
কৃষ্ণচূড়া, জুঁই ফুলে আজ জ্বালা করছে
জ্বালা,
অসহ্য এক জ্বালা।
আমি একটু বাঁচতে চাই!
কিন্তু,
মৃত্যু কাউকে ফেরাতে পারে না।
প্রচন্ড তৃষ্ণা বুকে নিয়ে,
সব বন্ধন ছিন্ন করে;
অসম্পূর্ণ থেকে গেলো জীবন।
এবার ভাঙ্গার পালা!
জীবন নামক মায়াঘরে ঘোলাটে স্মৃতিতে,
আমার শেষ যাত্রায় সঙ্গি হলো;
আমার সারাজীবনের আয়ে কেনা সাড়ে তিন হাত সাদা থান।

মন্তব্য করুন