Skip to content

শেষ মৃত্যু – হাসিবুজ্জামান শান্ত

প্রেমের অমৃতদেহে তার প্রথম স্পর্শে,
দূরে যাওয়া আমার প্রিয়তমা এক ছবির মতো-
প্রতিবিম্বে তুমি ছিলে প্রেমের অদ্যতন চিত্রে।
শেষ পর্যন্ত অপেক্ষায় রেখেছে শূন্য অশ্রুর হাসি,
হয়তো এটাই শেষ হাসি —
অতীতের দিকে আমি হেঁটে যাবো,তোমার স্মৃতির রঙিন সময়ে।
যেখানে স্মৃতির বন্ধনে আমি আছি,পূর্ণিমার চাঁদের মতো পরমেশ্বরে,
সময় ভিষণ রঙিন সাথে রঙিন ফানুসের উৎসবে মিশে আছে আমার নগরের সব দীর্ঘশ্বাস ।
অতীতের স্মৃতি বুকে ধারণ করে, বিপ্লবের আলোর মতো মন উজ্জ্বল।
কতো কোলাহল?
মোর অশ্রুজল!
তোমাদের সুখ—
হাসি মুখ, চোখে আলো, মনে উদ্ভাসিত মিথ্যে, মেনে নিয়েছি,
নতুন প্রেমের গভীর সমুদ্রে সুখের তরঙ্গ, আমাকে ভুলে যাওয়ার বৃথা চেষ্টা।
জীবনের শেষ বসন্তে এসে পথ হারিয়ে যাচ্ছি আমি,
তিমির অতীতের স্পর্শে মুক্ত হওয়ার নির্মল প্রলয়!
রক্তিম হাতে লিখে যায় নতুন ছন্দ,
খুঁজে পেয়েছি আমার জীবনানন্দ,
আসীম দৃষ্টি—
দৃষ্টির সীমানার মধ্যে দূর দিগন্ত বিস্তৃত ধুসর মেঘ,
জমাট বাধা নিস্তব্ধতা কেটে যাচ্ছে দখিনা বাতাসে,
অপেক্ষার প্রহর শেষে আমি আবার অপেক্ষার প্রস্তুতিতে,
তবে আর নয় মিথ্যে অভিনয় আর নয় মিথ্যে বাস্তবতার অজুহাত।

মন্তব্য করুন