Skip to content

শূয়োর, সুমন গুহ,

লোকাল ট্রেন’টা থেমে গেলো ঝাকুনি দিয়ে
লাল সিগন্যালে ;
একটা শুয়োর রেলের পাথুরে শরীরের গন্ধ শুঁকতে শুঁকতে হেলে দুলে সামনের দিকে এগিয়ে চলেছে,
হঠাৎ লৌহশকটের গর্ভে লুকানো আরোহীরা সমস্বরে চিৎকার করে বলছে…
শুয়োর…শুয়োর…ঐ যে আর একটা শুয়োর….।

ঠিক রেললাইনের ওপারে বস্তী ;
না খাওয়া মানুষের দল
না পাওয়া মানুষের ভীড়
সকাল থেকে এক সাথে জুটেছে,
পত পত করে রঙিন পতাকা উড়ছে
মাইক বাজছে
স্লোগান উঠছে
নেতা আসছে
নেতা আসবে
নেতা আসলো
ভাষন দিলো
না খাওয়া মানুষের দু’বেলা পেট ভরে খাওয়া জোটে
যুবতীর যৌবন বিকোয় না আর জলের দরে
ন্যাংটো শিশুর নাক দিয়ে আর পড়ে না কফ গড়িয়ে
গর্ভবতী এখন খেতে পায় পেটপুরে,
রুটি কাপড় আউর মকান সবাই পেয়ে গেছে
ভারত সোনার হয়েছে ।

চারদিকে গুমোট গরম
নেতা ঘামছে – মেঘ জমছে
হঠাৎ কালবৈশাখী আসলো ধেয়ে
নেতা দৌড়ে গিয়ে চড়লো এসি গাড়িতে
শোঁ.. শোঁ ছুট….ভ্যানিস…।

সন্ধ্যাবেলা রেললাইনের ধার ঘেষে
আর একটা শুয়োর হেঁটে যাচ্ছে,
আবার জনতার তারস্বরে চিৎকার..
ঐ যে….ঐ যে… আবার একটা শুয়োর রেললাইন
ধরে রাজধানীর দিকে এগিয়ে চলেছে ।
…………..

মন্তব্য করুন