Skip to content

শূন্যেয় কাঁদে শূন্যেয় হাসে – মোঃ রুহুল আমিন গাজী

শূন্য তুমি জায়গা নিলে
আমার ছোট্ট বুকে,
তোমার ওজন বহন করলে
মরবো ধুঁকে ধুঁকে।

কেমন করে বাঁধলে বাসা
বুকের মধ্যে খানে,
তোমার ওজন বহন করতে
সবাই কি’আর জানে।

শূন্যতা আজ ঘিরছে জীবন
এলোমেলো করে,
তোমার সাথে কাটাই জীবন
একলা শূন্য ঘরে।

শূন্যতা যে ——-এতো নির্দয়
বুঝেছি আজ পেয়ে,
ক্যামনে বাঁচি জগত মাঝে
তোমার পানে চেয়ে।

শূন্যের উপর ভর করেছে
আমার জীবন তরী,
শূন্যের কোটায় জীবন গেলো
সুখটা ক্যামনে ধরি।

শূন্য তোমার কদর আছে
কতো আমলার কাছে,
আপন করে তোমায় বসায়
কতো সংখ্যার পাছে।

শূন্য তোমার আগলে রাখে
পূর্ণ করতে সবি,
তাঁদের কাছে চাঁদের মতই
পূর্ণিমার ওই ছবি।

তাদের মধ্যে তোমার বসত
পূর্ণতার ওই বলে,
শূন্যতা আজ আমায় ছেড়ে
তাদের আপন হলে।

শূন্যের গোলক ধাঁধার প্যাঁচে
কতো মানুষ কাঁদে,
কেউবা আবার তোমায় পেতে
আনন্দে তাই সাধে।

হায়রে জগত কতোই অদ্ভুত
শূন্যেয় কেউ বা হাসে,
আবার কেউ বা শূন্যের ধাঁধায়
কাঁদে বারো মাসে।

শূন্য তুমি যতোই করো
মোদের পূর্ণ আশা,
শূন্য হাতেই ছাড়বে ভুবন
বৃথায় ভবে আসা।

1 thought on “শূন্যেয় কাঁদে শূন্যেয় হাসে – মোঃ রুহুল আমিন গাজী”

মন্তব্য করুন