Skip to content

শূন্যতা – মেহেদী হাসান

আমিতো গ্রীষ্মের প্রখর রোদে পুরে মৃতপ্রায় ছিলাম
তুমি শীতের শিশিরবিন্দু হয়ে বাঁচালে আমায়।
বসন্তের পূর্বেই কেনো মনভাঙার বর্ষা নামিয়ে চলে গেলে?
শরতের সকালে একসাথে শিউলি কুরানো ছিল যে বাকি,
হেমন্তের গাঙচিলের মতো উড়ে বেরাবার কথা যে ছিল,
এখন কেবল আকাশ পানে চেয়ে তোমার শূন্যতা ভাবি।

মন্তব্য করুন