Skip to content

শুধু বাবা তুমি নেই- রাকিব হাসান ইমতিয়াজ

ঘুরে ফিরে জীবনে কত ডিসেম্বর ফিরে এলো-
শুধু বাবা তুমি আর ফিরলো না-
কত রাত বাবার গল্প ছাড়া যান্ত্রিকতার দেয়ালে ঠেকে আছি
মাথার উপর বট ছায়া নেই কিন্তু এখনো শৈশবে খেলা করা বট গাছটি ঠায় দাঁড়িয়ে আছে!
-শুধু বাবা’ই নেই

ঘুরে ফিরে আবারও ক্যালেন্ডার বদলাবে-
বদলাবে না শুধু তোমার চলে যাওয়াটা যে “ছলনা” ছিল!
কত দিন আর; বাবা নেই তা প্রশ্নের জবাবে বলা যায়?
প্রশ্নের জবাবে উত্তর ঠিকই আসে শুধু বাবা’ই আর আসে না।
কবরের চিহ্ন, স্মৃতির মলাটে এখনো তোমায় মনে আছে!
-শুধু তুমি’ই নেই

তোমার ঘামের বিনিময়ে আজ আমরা খেয়ে বেঁচে আছি-
অথচ,তুমি সেই সুখ উপভোগ করতে পারবে না!
দেখো তোমার ছেলে দুটো আর ছোট খোকা নেই-
এখনও বাবা ছাড়াও কিভাবে হাসি-খুশি আছি,
-শুধু তুমি’ই নেই

তোমার লাগানো আম গাছে এখনো ফল ধরে-
সুপারি গাছগুলোও আকাশে চলে গেছে, শুধু তোমার অভাবে তারাও এখন ফল দেওয়া কমিয়ে দিয়েছে।
তোমার হাতে কাটা পুকুর এখন খালে পরিণত হয়েছে –
শুধু তোমার চলে যাওয়ার ক্ষত এখনো সেরে উঠেনি।
-শুধু তুমি নেই বলে

বাবা হারা ছেলের ব্যাথা কেউ দেখলো না-
কেউ দেখেনি-
এখন চুলায় রোজ আগুন জ্বলে,গৃহপালিত পশুরাও এখন ভাত খেতে পায়!
সব আছে সব আছে কিছুই বাকি নেই সব আছে-
-শুধু বাবা তুমি নেই

মন্তব্য করুন