Skip to content

শুধু টাকা নেই বলেই – অভীক মল্লিক

আমার কাছে সেদিন টাকা ছিল না বলেই
আমারই বসন্তের বসুন্ধরার তার নিজস্ব ইচ্ছে নামক, পাহাড়ের ওঠার অনুমতি না দিয়েই
বিচ্ছেদের প্রস্তাব দিয়েছিল।
আজ আমার শুধু টাকা নেই বলেই
সমাজের নিন্মবৃত্ত হিসেবে পরিগণিত হচ্ছি,
আর সত্যি বলতে এই সমাজে প্রতিবাদের বিরুদ্ধেও সঠিকভাবে গর্জে উঠতে পারছি না।
আমার টাকা নেই বলেই
আভিজাত্য সংস্কৃতির কিংবা উৎসবের প্রাঙ্গণের পথে হাঁটতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি ।
হয়তো বা আমার টাকা নেই বলেই
মান মূল্যহীন মানুষ হয়েই সমাজের সংজ্ঞাটা
ভালো ভাবেই বুঝেছি ।
টাকা নেই বলেই
আমার আত্মীয় স্বজনের সমাবেশ এখন আর
তেমন ঘটে না,
টাকা নেই বলেই আমার আর প্রতিভার কীর্তিকলাপ রটে না।

মন্তব্য করুন