Skip to content

শুক্রবার বিকেল

শুক্র তুমি এতই নিঠুর এভাবে আর ফেরনি
বিকেল বেলা নদীর পারে
বসতে মোদের দাও নি।
শুক্র তুমি বড়ই অদ্ভুদ হাসতে মোদের দাও নি
ব্যস্ত এই মানুষগুলোকে হাটতে তুমি দাওনি,
শুক্র তুমি তাদের জন্য ছিলে সোনালি দিন
বিকেল বেলা স্মৃতিরা খেলা করতো সেই দিন।
শুক্র তুমি রহস্যময় কিছু হাসির আড়ালে
লুকিয়ে থাকা দুঃখ-কষ্ট খুজতোই বা কে?
শুক্র তুমি ব্যস্ত এখন নিজ কর্মক্ষেত্রে
দূরে থেকেও কাছে আছ, আছ সবার মাঝে
শুক্র তুমি ফিরবে কী? নতুনভাবে আবার
তারা কী সেই বিকেল বেলা ঘুরতে যাবে আবার।

মন্তব্য করুন