Skip to content

শুকরিয়া জ্ঞাপন – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

👉২৫০০ তম কবিতার মাইলফলক স্পর্শ!👈

শুকরিয়া জ্ঞাপন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৪-১২-২০২৩ ইং

প্রথমে তারিফ শান তোমার মালিক,
জানাই কৃতজ্ঞতা হে মহান খালিক!
মহীয়ান গরীয়ান ওগো দয়াময়!
তোমার হুকুমে হয় জয় পরাজয়।

এক দুই তিন করে আড়াই হাজার,
কবিতার গাথনেই কবিতা বাজার।
ভাবিনি কখনো হবে এতটা রচন!
মুখে মুখে রটে যাবে কাব্যের বচন।

মনে খোশ মহাযশ পাইনি তা কভু!
কাঁচা হাতে সারি সারি লেখনই প্রভু।
নাই জ্ঞান তবু ধ্যান তব অবদান,
হে রব তোমার দয়া তোমারি তো শান।

ছোট খুব জলে ডুব ছোট ছোট শ্বাস,
তার মাঝে খুঁজে পাই বাঁচার আভাস।
ধনী নই তবু ধনী এই মোর ধন,
অপ্রয়োজনীয় কারো, কারো প্রয়োজন।

আজ আমি মহাখুশি ওগো পরওয়ার!
পুঁথি গাথা কবিতার কত সমাহার!
কারো কাছে না-ই হোক মহা মূল্যবান,
সব সেরা মোর কাছে পাহাড় সমান।

মন্তব্য করুন