Skip to content

শীতকাল

সকালে সূর্যের কোমল লাল আভায় ,
কুয়াশার চাদর ধীরে ধীরে যায়।
আর ফেলে দিয়ে যায়, হালকা শীতলতা।
গরম কফি আত্মপ্রকাশ হয়েছে, আগেই।
এখন সবুজ গাছ পালা সতেজ ও সুন্দর।
দুপুরে আলো দূর করে, শরীরে বিলাশিতা ।
আবার,
সূর্য মামার আলো কোমল ফিকে হল,
পড়ন্ত বিকেলের বাতাসে উড়ে যায় পাখি।
তারপর সাদা মাটা চাঁদ দেখা দিবে,
তার সিগ্ধ আলোয় খেলা করছে, সমস্ত নিশাচর।
আত্মগোপন করছে, শীতল বাতাস ।
রাত্রি প্রকাশ করেছে, টিপ টিপ শিশির।
মনটা পড়ে আছে, গরম উনুনের পাশে ।

মন্তব্য করুন