Skip to content

শিল্প- আদ্যনাথ ঘোষ

শিল্পের দোকান মাপে একাকীর ঘর।
একা রয় একা চলে তুলে ধরে একার চাতাল-
না হলে তোমার একাকিত্ব কেন আমি মাপি
মনের গভীর থেকে দুর্বিনীত পদ্মমণি চোখে।

দিনের নোটিশ মেখে শরীর শানাই।
তথাপিও দিন আর রাত রাখে সুখ ও অসুখ
বুঝিনা কেন যে ধুলোকালো গভীর ও অগভীরে রেখে
মেঘ বলে মনোফুলে অহর্নিশ স্বরলিপি আঁকি।
পুষে রাখি সুখতোড়া মায়ার কানন।

ও-একাকী, প্রণয়িনী অভিলাষী পালক-
কেন তুমি বায়ুজল সাদাকালি মেঘমালা দূরের সাম্পানে
লিখে রেখে নিয়ে যাও মনোফুল তোড়া
অথচ কথনো, আমারে না নিয়ে তুমি
নিয়ে যাও শিল্পের সোপান।

1 thought on “শিল্প- আদ্যনাথ ঘোষ”

মন্তব্য করুন