Skip to content

শিরোনার: নীরব অবলোকন কলমে: অর্বাচীন দত্ত(নবীন) তারিখ:19_08_23

********************
আস্তিক কে নাস্তিক কে সে কথা
হবে পরে,
মানুষকে ভাবে না মানুষ,সে ধর্মে
ভয় করে!
কে ধার্মিক অধার্মিক,যুক্তি কার
হাতে সে কে!
সকল সৃষ্টি যার হাতে,সৃষ্টি করেছে 
কে তাকে!

মানুষ ছলে স্রষ্টা দেখাস,
        বুঝিস না রে কিছু!
             হারতে কেউ শিখি নি তো,
স্রষ্টা দেখায় পিছু!
বলতে পারিস কে স্রষ্টা সাধুর,
             জালিমের বা কে!
                    হিন্দু কে করেছে সৃষ্টি,
খ্রীস্ট করেছে কাকে!

জগৎ জোড়া ভুলে ভরা,
                 চালায় কে এই যে ধরা!
               কে যায় মরে গড়ো স্থানে,
কোথায় পোড়ে মরা!
কোথায় মানুষ চাইছে বৃষ্টি,
                       কোথায় বন্যা, খরা!
                           কি ভাবে কে সুস্থ
থাকে রে,আকুল মনে জরা!

জানি আছে,
       স্রষ্টা কেহ নয় তো মনের রোগ!
সব মানুষ ই
        অসুস্থ,সুখে চলে বিলাস ভোগ!
থাকলে তিনি
             অন্তরালে,ভাবছে কি দেখে!
সকল কিছুর
       সৃষ্টি আমার,ভাবিস মানুষ রেখে!

                 সাহস এত কোথায় পেলি,
সহোদরে দিস বিষ!
সব বিষই যে আমরা
                      সৃষ্টি,ভাবিস কারে নিচ!
সকল ধর্মের শ্রেষ্ট ধর্ম,
                                মানুষে মানবতা!
                               সে সব কিছু,বাদ
দিয়ে কাটিস কার মাথা!
                           
                             আসলে সময়, সে
                       করবে তোকে ও শেষ !
দেখছে কত বার বেড়েছিস ,
দেখবে রে শেষ বেশ !!

মন্তব্য করুন