Skip to content

শিরোনাম: শেষের আগে কলমে:অর্বাচীন দত্ত(নবীন) তারিখ:৩০_০৮_২৩

ধর্ষিতার চিৎকারে নরকাসুর পুনজীবিত!
                    খান খান চৌচির তপ্ত মাটি !
ধরণী উন্মত্ত সৃষ্টির যোগ্য বন্ধ শোকাহত!
                    বেহুঁশ মানুষ কত পরিপাটি !
ধোঁয়া ঢাকা আকাশে প্রান্তরে উড়েছে চিল,
                      রুক্ষতা নিবিড় জন্তু,মানুষ !
সোনা রঙা ধানের জমিতে চাষাবাদে নীল,

ক্লান্ত সভ্যতা নীলাভ বিষ!
প্রতি মুহূর্তে শুষে নেয় শুষ্ক প্রগতি সজীবতা,
নীরব রোদনে নতজানু প্রকৃতি!

অন্ধ সুখের সন্ধানে মানুষের গতি যান্ত্রিকতা,
সম্মুখে মনুষ্যত্বের মতি অগতি!
চারপাশে প্রকাশ্যে হায়েনা শকুনের বিচরণে,

চেনা অচেনা মানুষের ভিড়ে
ভিনদেশী হাঙ্গর বঙ্গোপসাগরে সীমানা অঙ্গনে,
                    উপনিবেশে র ক্ষত এ শরীরে!
ক্ষত বিক্ষত ধর্ষিতা টেবিলে লাশ কাটা ঘরে,
                       মদ্যপ ডোমের কম্পিত হাত!
নিজের মেয়েটার মুখ ও চেহারা মনে পড়ে,  
নিষ্পলক স্তব্ধ সময় স্থির রাত!    

মন্তব্য করুন