Skip to content

শিরোনাম-বাপের ভিটে -শারমিন নাহার ঝর্ণা

বাপজানরে ডাকিয়া কহিল দাদু শোন দিয়ে মন,
তোর মৃত্যুর পর ভিটেয় প্রদীপ জ্বালাবে কোন জন?
বিধাতা তোরে দিয়েছে কন্যা চলে যাবে অন্যের ঘরে,
আমার এ ভিটে হবে আঁধার বিষাদে বিষাদে ভরে।

তাই বলি শোন, ওরে বাচা ধন আর একটা কর বিয়ে,
ঘর ভরা ধান,মাঠ ভরা জমি কি হবে এ সব দিয়ে?
বিধাতা যদি চান,পুত্র করিবে দান ভিটেয় জ্বলবে বাতী,
মৃত্যু শয্যায় পরে থাকবি যখন শিয়রে পাবি সাথী।

দাদুর কথায় বাপজানের নয়নে টপটপ পরে জল,
ঐ দূর গায়ে দেখেছি মেয়ে জলদি করিয়া চল।
বাপজান শোন,একটি কথা মানো নিয়তি আছে যাহা,
পুত্র কন্যা সবই বিধাতার দান কুরআনে লেখা তাহা।

বিধাতা মোরে রেখেছেন সুখে কন্যা করিয়া দান,
কন্যা আমার বড় হয়ে একদিন রাখিবে ভিটের মান।
কন্যা বলিয়া কেন দেখিবো তারে এত অবহেলায়?
মহান আল্লাহর বিশেষ নিয়ামত সবাই কি বলো পায়?

বাপজানের কথা শুনিয়া সাহস পাইলাম শত শত
প্রতিজ্ঞা করিলাম কন্যা বলিয়া শির করিবো না নত,
শুধু বাপের ভিটে নহে,আলো জ্বালাবো ভুবন জুড়ে,
আশা বাঁধি বুকে সেদিন আসিবে,নয় তো বেশি দূরে।

মন্তব্য করুন