Skip to content

শিরোনাম: পাখির স্বপ্ন কলমে:অর্বাচীন দত্ত(নবীন)    তারিখ:31_08_23

ছোট্ট পাখি স্বপ্ন ডাঙ্গার,
                     নতুন স্বপ্নে হয়ে সওয়ার,
তিড়িংবিড়িং নাচে পাখি,
গানের সুরে  ডাকাডাকি। 
                        ইচ্ছে  আকাশ ছোঁয়ার,
কাজল চোখে ভাসে,
সূর্য হাসে রাত্রি শেষে,
                   ফাঁকে ফাঁকে কচি পাতার।
গড়বে একটা ছোট বাসা,
সুখের ছোঁয়াই মনের আশা,
মাঠে মাঠে দানার জোয়ার,
                        নতুন চিঠি পিঠে রানার।
ছোট্ট বুকে স্বপ্ন হাজার ,
থাকবে সাথী নিয়ে ছানা,
                   ঐ এলোরে খ্যাপা আষাঢ়!
ঝড়ের দিনে উঠতে মানা।
ক্ষ্যাপা মেঘের বজ্র হাঁকে,
দুয়ার পাখি আগলে রাখে
মাঝে মাঝেই সাথী ডাকে,
                     মনের ভয়ে ভেবে অসাড়!

মন্তব্য করুন