Skip to content

শিরোনাম: পথের ডাক কলমে:অর্বাচীন দত্ত(নবীন) তারিখ:31_08_23

আয় কে আয় আসবি আয়,
দলে দলে সাথী নামি রাস্তায়,
মুক্তি র পথ করবি পার,
চল একসাথে হাঁটি মিছিলে রাস্তায়,
না হয় কাপুরুষতায় মানি হার!
যাবি আয় আয় কে আসবি আয়।

পাই বা না পাই অধিকার ছাড়বনা,
চলবো না চলবে না অরাজকতা,
আদিম হিংস্রতা হারাব না ,
বিষন্ন অবসাদে না নিয়ে নেশা মতত্তা !

সঙ্গী হয়ে আয়,
আয় কে কে আসবি আয়,
হীনতা দীনতা রেখে দিয়ে পাশে,
মাড়িয়ে পথ ঘাট রেখে পিছে।

সরণির লক্ষ সীমানা শেষে,
পুঁজিপতিগণ পথ রোধ করে আছে ,
হায়েনার জীবাশ্ম পেয়েছে ফিরে নখ দন্ত!
অধিকারে বুভুক্ষ গণতন্ত্র,
সেজেছে শঠ দেশ ভক্ত,
মাংসের অরুচিতে চুষছে রক্ত!
বেঁচে থাকা চাই না হয় ছাই,
আয় আয় কে আসবি আয়।

ওহে তালে তাল চাটুকার বিজ্ঞ,
সামাজিক বিলাসী পণ্যে ন্যুব্জ,
যে তোমার,সমাজের চুষছে রক্ত!
নিয়ে আছো সে শাসকের বর্জ্য!
আছো বেঁচে সুখে মুখ গুঁজে!
বয়ে চলেছ প্রাসাদ ভোগে!
ব্যথায় যুক্তি তে মুক্তি কে চায়!
আয় কে আয় আয় ভাসবি আয়।

রচনা: 04_04_23
(কিছু অংশ পরিবর্তন করা)

মন্তব্য করুন