Skip to content

শিরোনাম: আসছে কি মহাকাল কলমে:অর্বাচীন দত্ত তারিখ:20_08_23

অনেকেই বলতো,কত বড় রে তোর কপাল!
কপাল তো হয় ভাগ্যবানে র,দুলালের আলাল!
তাদের ছেলের নাম রাখে,সকলেই গোপাল!
বাদ বাকী আমরা সব,কাশ্যপ গোত্র বা চাঁড়াল!
এই জগতে অচ্ছুত,ঘেরা চারপাশে উঁচু দেয়াল!
তারা ধরে,আপনজনে পরিবারের হাল!
বদ্ধ চারপাশ,দৃষ্টি আটকে হারায়েছি খেয়াল!
অদ্ভুত ভাবনার ভাব,দিন,দুপুর,রাত্রি,সকাল!
সকলের মাঝে সঙ্গ তে থেকে,দিতে হয় তাল!
করে কে চুরি,করে কোন পেশাজীবি জাল!
কেহ পায় আছে যার বেশি,পোড়ে কাহারও কপাল! বসে আশায় থাকে,কেউ হুট করে হয় মালামাল!
আচার বিচারে কমতি,বাক্য মিষ্টতা হীনে ঝাল!
এ জগতে তাঁহারায় মানী,পা চাটে যত সব আবাল! কোন সমাজের ব্যর্থ ব্যাকরণে,শব্দর্থে ভুলভাল!
কিভাবে চলে চলছে কার হাতে,গোলমাল!
স্রষ্টা কোন প্রয়োজনে এনেছে,হারাম হালাল!
রাম নাম মুখে কে,গলে ঢালে রাম করে গালাগাল! প্রতিদিন বেশি কম,কেউ কেউ হচ্ছে নাকাল!
জুয়াড়ী কোন সে, প্রতিপক্ষ হয়ে মারে চাল!
সেই সে মানুষ সব কোথায়,দেখি না আজকাল!
কে কখন ধরে তাল,গান,কে গেরুয়া,নীল,লাল!
বোঝে কে অগ্রিম,দৃষ্টির বাইরে হালচাল!
জানে কি প্রজন্ম,গরু,ভেড়া চরাতো কে সে রাখাল!
তবে আসছে কি ধরায়,আকাল,হুঙ্কারে মহাকাল!  

মন্তব্য করুন