Skip to content

শিরোনাম: আবার শপথ কলমে: অর্বাচীন দত্ত তারিখ:১৫আগস্ট ২৩

এবার যদি যুদ্ধ আসে,
মাগো এই আকাশের নিচে!
জলের শপথ মায়ের চোখের!
খেলবো হোলি রক্ত নিয়ে,
স্বপ্ন তোমার দেবোনা বেঁচে!

আবার যদি বর্গী আসে,
থাকবো নাকো বসে!
হিসাব নেবো গত জন্মের,
জীবন গেলে যাক না,
আবার দেশ স্বাধীন হবে শেষে!

এবার যদি আঘাত করে,
ঘরে কাঁদে প্রিয়া আমার!
মূল্য দিতে চোখের জলের!
সাবধান সব হায়েনা শকুন, 
ওরে পাবি না তোরা পার!

স্বাধীন দেশে রক্ত লোভী,
শত্রু সনে যুদ্ধ যদি লাগে!
যুদ্ধ হবে ছিনিয়ে নেবার
নেই যে সময় আঁতাত চাওয়া,
পাওয়া ক্ষমতা ভাগে!

মাগো তুমি চোখের জলে,
আর একটি বার ভাসো!
আমি যদি না ফিরি আর,
এদেশ তোমার পরবাস নয়,
ভুলে ব্যথা অট্টহাসি হাসো!

মন্তব্য করুন