Skip to content

শিরোনাম: অন্তর গ্রাস      কলমে:অর্বাচীন দত্ত(নবীন)      তারিখ:১৮_০৮_২৩

                       আপন অস্তিত্ব বিপণ্ন করি,
  কাহার খুশি তে কি যে হেরি!
        নিজের সাধ করি বরবাদ,
                     অপরে হারায় আপনার সাধ!

                 আপন আত্ম প্রভুতে অপরাধ,
  নিজের খুশিতে দিয়ে রেখে বাঁধ!
        অন্তরে আজ ঘোর অবসাদ,
                   দিনের শেষে ঘুম হীন অবাধ!

                   আপন সনে মিলায়ে ছিনু খাদ,
            ভালোবেসে পুড়ে হয়েছি নিখাদ!
   অন্তরে মনে বাড়িয়ে আঘাত,
                 স্বস্তি হীন কাটে সারাদিন রাত!

                 সময়ের সাথে বাড়িয়ে সংঘাত!
           সয়ে হাজারো ঘাত প্রতিঘাত!
    চলে যাবো কবে,দিন কোন রাত,
                 মুছে যাবো দেখা হবেনা প্রভাত!

   কোন দিন ক্ষণে মরণে আঁতাত!
                করিবে কে আপন কে দেবে সাথ!
                 আপনার কষ্টে আপনি হয়ে মাত!
   কে ভাবে এভুলে নাহি তার হাত!

    যায় কোথায় কে কোন সে সুদূরে,
              আপনার চারিধারে ঘুরে ঘুরে মরে!
               খুশি কোন জনের অকালে গেলে,
   কারে কে সরায় আপন হতে ঠেলে!

                      সারাটা দিন মন ঘুম গভীরে,
   ক্লান্ত জগতের শত চিৎকারে!
   আপন অন্তরে হতাশ রোদনে,
                       ভুলে যায় কে,রাখে কে মনে!

                 অন্যেরে কে রাখে আপনার ঘরে!
   আপনার সে কে,সরেপড়ে যে দূরে!

মন্তব্য করুন