Skip to content

শিরোনামহীন-৫-ফরহাদুল ইসলাম মোহন

আমার আছে সমুচ্চ এক দুর্গম অর্থগিরি
পাহাড় কেটে অবিরত শান্তি খুঁজে ফিরি
দুঃখ খুঁজে পাই,
মনঃকষ্টে পৌনঃপুনিক অর্থপাহাড় গড়াই।
আমি বাবা কিনতে চাই
পাহাড় কেটে গহীন তলে ফসিল খুঁজে পাই।
পাই নি বাবা খুঁজে
চেষ্টা করি রোজে
সেদিন থেকে মুক্ত বাবা অর্থ প্রভাব থেকে।
অর্থ দিয়ে যায় কেনা যায় রমনীদের আভা
অর্থব্যয়ে যায় না কেনা অনাথ শিশুর বাবা।

~ফরহাদুল ইসলাম মোহন
২৭-০৯-২০২২।

মন্তব্য করুন