Skip to content

শিরোনামহীন-৪ – রুবাইয়াত

  • by

একটা জীবন অপমানের,
একটা জীবন কষ্টের,
একটা জীবন ভয়ঙ্কর অপ্রাপ্তির,
অসম্মানের |
একটা দশক…
বাকি সবগুলো বছরকে নষ্ট করে দিয়েছে…
এক ফোঁটা অম্লতে যেন ছানা কেটেছে…
হয়েছে পাতে দেয়ার অযোগ্য|
ভালোবাসা, সহমর্মিতা, সন্মান, বিশ্বাস…
আদৌ কি ছিল ছিটেফোঁটা?
নাকি শুধুই ছিল শারীরিক চাহিদা পূরণের ছলাকলা?
এক যুগ পেরিয়ে এসে সে হিসেব কষতে যাওয়া বৃথা |
কিন্তু স্মৃতি যে পরম বন্ধু!
শত্রুর পরাকাষ্ঠা!
আমি নামক এই প্রমিথিউসকে
প্রতিনিয়ত ছিঁড়েখুঁড়ে খায়
স্মৃতির ঈগল!
অসম্মান-অপমান আর কষ্টের অনির্বাণ অনল,
অপ্রাপ্তি, আশাভঙ্গের নিয়ত, নীরব বয়ান…
ধরায় যেন অনন্ত নরক!
সোনা পুড়ে নাকি খাঁটি হয়…
মানুষ পুড়ে কি হয়?
কিছু না,
কিছুই হয় না…
একটা জীবন অযথা নষ্ট হয়,
জীবনীশক্তির অপচয় হয়,
আর…
সৃষ্টিকর্তার অমূল্য এক প্রচেষ্টা শুধু বৃথা যায়|
বিশাল সৃষ্টি যজ্ঞের তুলনায় তা একেবারেই নগণ্য|
তাই হয়তো সৃষ্টিকর্তাও বেখেয়াল|
তবে…
যার যায়, তার যায়!

মন্তব্য করুন