Skip to content

শিরোনামহীন-ফরহাদুল ইসলাম মোহন

সময়গুলো অয়োময়
অনুভূত হয় জীবনটা এখন আর জীবনের মতো নয়।
কেন জানি খুব কাঁদতে ইচ্ছে হয়
কেন চলে যায় সময়গুলো,কৈশোর ক্ষয়ময়।
করতে ইচ্ছে হয়
সজল চোখে কাজল মেখে জীবনের কাছে অনুনয়, যেন
এই জনমে একটা শ্রাবন তোমার-আমার হয়।
আমার বাঁধতে ইচ্ছে হয়,আমার কাঁদতে ইচ্ছে হয়
চোরাবালিময় স্মৃতিগুলোতে হাঁটতে ইচ্ছে হয়।
আমার দেখতে ইচ্ছে হয়,তাই কাঁদতেও ইচ্ছে হয়
তোমাদের মতো রহস্যময়ীর জীবন কেমন হয়।
আমার ভাবতে ইচ্ছে হয়,জীবন কেমন হয়
যাপনের পর একটি জীবন কেমন সুখময়।
জীবনমুখী পরম সত্য কেন নিষ্ঠুর হয়
সময় থাকতে কেন বুঝিনা জীবন এমন নয়
জীবন কর্মময়।
কর্মই তবে ধর্ম আমার, ধর্ম শোভাময়।
কেন সময় নষ্ট হয়- যেন জীবন নষ্ট হয়
নষ্ট জীবন কষ্ট পাবে তবে কি তা ঠিক নয়?
মধ্যরাতে ঘুম ভেঙে আচমকা মনে হয়
ক্ষমা চেয়ে নেই জীবনের কাছে
জীবন আমার নয়!
মানবজাতির সময়-জীবন কেন জানি অয়োময়!

-ফরহাদুল ইসলাম মোহন
১১-০৯-২০২২।

মন্তব্য করুন