Skip to content

শিরোনাম:রাষ্ট্র সৎমা কলমে : অর্বাচীন দত্ত তারিখ:২১_০৮_২৩

এই দেশে তে শিক্ষা,প্রতিষ্ঠা নিক তকমা!
স্কুল গুলো চালাচ্ছে সব,ছাত্র ছাত্রী র সৎ মা!
সময় মত আসা যাওয়া,শেখা লবডঙ্কা!
শিক্ষা এখন,ধর্না বসে খাচ্ছে মুড়ি লঙ্কা!

আগের দিনের শিক্ষা ছিল,জাতির মেরুদণ্ড!
এই সময়ের শিক্ষা নীতি পুর টাই ভণ্ড!
ছাত্র ছাত্রীর অভিভাবকের,যাচ্ছে শুধু দন্ড!

দেশের যত অগ্রগতি,শিক্ষা থেকে সমাজ নীতি,
সব কিছুতে দলীয় করন,চলছে শুধু রাজনীতি!
এই দেশে তে অনেক জাতি,নানান রকম বৈচিত্র্য!
এক জাতি ভাবে আর এক,আমি প্রভু তুই ভৃত্য!

গণতন্ত্রের ধ্বজাধারী,দেশে চলে খামখেয়ালি!
বিধানসভায় নিত্য দেখি,মুলতবি আর চুলকানি! গণতান্ত্রিক সুড়সুড়ি বাক স্বাধীনতার সহাবস্থান! গালিগালাজ হম্বিতম্বি ধমক-ধামক সবই প্ল্যান!

এসব দেখে অনলাইনে শিক্ষিত হয় প্রজন্ম!
জাতিস্মর ও সব ভুলে যায়,জড় ভরত আজন্ম!
ধেড়ে ধেড়ে গোদা গোদা ঘাটে র মরা মিনিস্টার !
সব জায়গাতে উঁচু পদে,তাদেরই সব অধিকার!

থাকলে বাকি দু চার জন,পদক দেবে রাষ্ট্রপতি!
দেশের শিক্ষা বিক্রি হবে,কিনবে শুধু পুঁজিপতি!
গণতন্ত্রের হোয়াইট ওয়াশ,ভোট রঙ্গে ব্রেন ওয়াশ!
রাজ্যে আসে বাঘা নেতা,করতে বিরোধী পরিষ্কার!

রচনাকাল২৯_০৩_২৩

মন্তব্য করুন