Skip to content

শিরোনাম:বঙ্গ কু(দুই) কলমে:অর্বাচীন তারিখ:০৮_০৮_২৩

বাঙালির রক্তের মূল্যে, প্রজন্ম 
প্রজন্ম হয়ে উদ্বাস্তু!বাঙালি সর্বনাশী
                 হয়ে প্রফুল্ল,অধিকার তার শূণ্য!
চারিধারে সেই রক্তের ইতিহাসে,
                     স্ব ভূমিতে সে,ভূমিহীন বেশে!

ব্রিটিশের রোষে ক্ষতবিক্ষত,
                             তে ভাগা জমির ফসল!
যে জমিতে তার চাষাবাদ,
অধিকার ফসলের বুকে আর্তনাদ!

                   আজ যে ছায়ায়,যে মায়া তে
আছে রাষ্ট্রের ছায়ায়, ধর্মের দোহাই!
                  নিজ ভূমে তার নেই যে রেহাই!

হায়েনারা আসে বারবার হাসে,
               দিয়ে অধিকার, ভোট নেয় তার,
             ভোট জেতে যারা তাদের বিচারে,
হারায় তার ভোট অধিকার !

              পাগলপারা,দু তিন পুরুষে ধর্মের
মাদকে,থেকে রসে বশে!স্বজাতি হীন
                স্বভূমে পরবাসী!যখন যে আসে      
নাচিয়ে হাসে,অধিকার হারা জাতি স্বদেশী!

দু চার জনে সময়ে আসে,টেনে
           নেয় ছলে কাছে! স্বার্থসিদ্ধি পেয়ে
ডুব মারে! বাঙালির স্বপ্ন কেনাবেচা,
                 স্বরাজ অন্ধ ভোটের বাজারে!

সকল জাতি ধর্মের স্থিতি,হে মহান
              ভারতবাসী! স্বদেশী বাংলার রক্ত
          আজ,এতোটাই হল বাসি!

মন্তব্য করুন