Skip to content

শিরোনাম:পাখি পিঞ্জর কলমে:অর্বাচীন দত্ত(নবীন) তারিখ:২৭_০৮_২৩

উড়ে যায় পাখি,কে কারে রাখি ,
কে খাঁচা কে পাখি!
         ভাঙে খাঁচা ধীরে ধীরে,মোহ টুটে,
চেয়ে দেখে দু আঁখি!
ভাবে পাখি যেতে হবে নীড় ছেড়ে,
অবাক এ খাঁচা ভেবে!
            পাখি রে তুই এতই নির্দয় পাষাণ,
যাবি যা ভালোবেসে!
ভাঙা খাঁচা দেখে তোর এত ভয়,
ভালোবাসা করে অপচয়!             
           পিঞ্জর করে ফাঁকা,পাখিরে বুঝলি
না তুই মন,দেখলি ক্ষয়!
এত দিনের এ নীড়ে কত ঝড় ঝঞ্ঝ ,
ছিলি তুই সব সয়ে!
         কোন প্রলয়ের ভয়ে,দুরু দুরু অন্তরে,
সঙ্কেত ভঙ্গুর সময়ে!
বোঝে কে,কে পাখি,খাঁচা কে এ নীড়ে,
অভিনয়ে,খাঁচা,পাখি হয়ে বাঁচা!
        এ মায়ার জাল নিপুণ হাতে,কে বুননে!
একজন ই অন্তরে পাখি ও খাঁচা!

মন্তব্য করুন