Skip to content

শিরোনাম:ক্লান্তিতে ঘুমাও কলমে: অর্বাচীন দত্ত (নবীন) তারিখ:26_08_23

আজি এ শারদের শুরুতে যে সুর বাজে,
কে সে মন লাগে না কোনও কাজে।
সকাল সাঁঝে ঝরছে অঝোর বরিষ ধারা,
শ্রাবণ মেঘের বরিষণএ ব্যথা কার কে বোঝে!
প্লাবনে ভেসেছে চারিধার প্রকৃতি বাঁধন হারা।

কোন সে কবি,কবিতা ভুলে সে ডাকে প্রিয়া কে!
চাতকের আজি তৃষ্ণা মিটেছে সাথী রে মরে খুঁজে,
জল ভাসা মাঠের ওপারে যেনো মাঝিরে হাঁকে!
ধূসর তিমিরে একা একা বসে ওপারে কে?
বধূ কার আজ একাকী ঘরে ঘুম নেই আঁখি বুজে ।

চরাচরে এ আঁধারে জল ভেঙে কারে খোঁজে কে!
শোনা যায় ঐ সুর,প্লাবন রাতে বরষা রাগের গীত,
কোন বৈরাগ্যে কার বিরহে অন্তরে মনে তিত।
বোঝেনা কেউ বর্ষা রাতে,শঙ্কিত একা ওপারে যারা!
যার লাগি জাগরণে বধূ তৃষিত হৃদযে মন শোকে,
ওপারে রয়েছে পারের আশায় প্রাণের সে সুমিত!

এমন এ রাতে শিশু কেঁদে ওঠে চুপ করে যায়,
ভুজঙ্গ দংশনে,এ দুর্যোগে প্রাণের মানিক কে হারায়!
কার খেয়ালে ভূমিষ্ঠ শিশু ধরার আলোতে মরে,
কোন বাতুলে করে খেলা জন্ম মৃত্যুর তরে!
ক্লান্তি বিহীন করে অবিরত ভাঙাগড়া,
হবে শেষ কবে নাকি শুরু সবে শীতল হবেনা ধরা!

মন্তব্য করুন